চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যার টেক থেকে আনোয়ারা ছত্তারহাটগামী যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মইজ্যার টেক সিএনজি গ্যাস প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মুকুল মিয়া বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শাহ্ আমানত সেতু এলাকা থেকে আনোয়ারা উপজেলার ছত্তারহাটগামী বাসের সাথে এহসান স্টিল লিমিডেটের একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় বাসের ছাদে থাকা যাত্রী জাহাঙ্গীর ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
এসএইচ