বাসি মাছ-মাংস বেচে খুলশীর বাস্কেট সুপারশপ, অর্থদণ্ড ১ লাখ

চট্টগ্রামের অভিজাত সুপারশপ বাস্কেটে মিললো বাসি মাছ-মাংস ও সবজি। একইসঙ্গে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেছে মজুদ করা অবস্থায়। এসব অনিয়মের জন্য ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) খুলশীর জাকির হোসেন রোডের বাস্কেট সুপারশপে এ অভিযান চালান কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।

এছাড়া আরেক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে স্বপ্ন সুপারশপের ভেতরে থাকা ইম্পেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বাস্কেট সুপারশপে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন মজুদ ও ব্যবহারের দায়ে অপারেশন ম্যানেজার মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সুপারশপে পচে যাওয়া সবজি, ফলমূল কেটে পুনরায় প্যাকেটজাত করে এবং বাসি মাছ-মাংসে চলমান দিনের ট্যাগ লাগিয়ে প্রতারণা করে বিক্রি করছিল। এজন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. মিজানুর রহমানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ৩১ কেজি পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে স্বপ্ন সুপারশপে অভিযান চালিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, ফলমূলের দাম ও মান যাচাই করা হয়। তবে স্বপ্ন সুপারশপের ভেতরে ইম্পেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে স্বত্বাধিকারী নিজাম উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm