বাসি দই দিয়ে লাচ্ছি বানায় চকবাজারের কুটুমবাড়ি

জরিমানা গুণলো চবির মউর দোকানও

মেয়াদহীন বাসি দই দিয়ে লাচ্ছি বানিয়ে গ্রাহকদের খাওয়ায় চকবাজারের কুটুমবাড়ি রেস্টুরেন্ট। ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছে তাদের এমন কারসাজি। প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাসি দই দিয়ে লাচ্ছি বানায় চকবাজারের কুটুমবাড়ি 1

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মউর দোকানসহ চার প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অনিরাপদ পানির কন্টেইনার রাখার দায়ে জরিমানা করা হয়েছে। চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাসি দই দিয়ে লাচ্ছি বানায় চকবাজারের কুটুমবাড়ি 2

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার ও দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে পৃথক দুটি অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

জানা গেছে, চকবাজার এলাকার কটুমবাড়ি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরি করা হচ্ছিল। সে দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর এক অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদহীন দই দিয়ে লাচ্ছি তৈরি করছিল চকবাজারের কটুমবাড়ি রেস্টুরেন্ট। সেজন্য তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর এক অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm