চট্টগ্রাম নগরীর মোমিন রোড এলাকার ব্লু ওশান রেস্টুরেন্ট এবং মোগল বিরানী এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় বাসি খাবার বিক্রির দায়ে ব্লু ওশান রেস্টুরেন্টকে ৭ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে মোগল বিরানী এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘আমাদের চলমান কাজের ভেতর একটা হচ্ছে মোবাইল কোর্ট। প্রতি সপ্তাহে ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোমিন রোডের এই দুই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। ব্লু ওশান রেস্টুরেন্টকে বাসি খাবার বিক্রির দায়ে ৭ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে মোগল বিরানি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
এসআর/এসএস