বাসি খাবার গরম করে দেয় নন্দনকাননের স্বপ্নীল রেস্টুরেন্ট

পোলাও, মাংস, সাদা ভাত কিংবা পরোটা- যে কোনো খাবার বাসি হলেই ফ্রিজে রাখতো তারা। পরদিনের কাস্টমারদের এসব খাবার ওভেনে ‘তাজা’ বানিয়ে পরিবেশন করা হতো গরম গরম। দীর্ঘদিন বাসি খাবার বিক্রির এ আয়োজন করে এলেও শেষমেশ নন্দনকাননের স্বপ্নীল রেস্টুরেন্টকে ধরা পড়তে হল চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর হাতে।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নন্দনকানন এলাকার স্বপ্নীল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আগের দিনের বাসি খাবার ও মেয়াদবিহীন দই পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এদিকে নগরীর আকবরশাহ এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় আল্লার দান নামে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm