বাসার বাথরুমে যুবকের লাশ মিলল ডবলমুরিংয়ে

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের দাইয়াপাড়া থেকে শাহাদাৎ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) দুপুরে তার নিজ বাসার পেছনে বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহাদাৎ হোসেন (৩২) নোয়াখালী জেলার সুবর্ণচর দক্ষিণ চরগ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি নগরীর দাইয়াপাড়ায় ভাড়া বাসায় বাবার সঙ্গে থাকতেন।

জানা গেছে, শাহাদাৎ দাইয়াপাড়া এলাকায় মুদি ও স্টেশনারি দোকান রয়েছে তাদের। দাইয়াপাড়া বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন শাহাদাৎ। দুটি শিশুসহ তার স্ত্রী থাকতেন নোয়াখালী। ঘটনার কয়েকদিন আগে তার বাবা জরুরি কাজে নোয়াখালী যান। দু’দিন ধরে ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে না পেরে দ্রুত বাড়ি থেকে নগরীতে চলে আসেন তিনি। এরপরও ছেলে খোঁজ না পেয়ে থানায় জিডি করেন তিনি।

সোমবার দুপুরে শাহাদাতের লাশ বাসার পেছনে বাথরুমে দেখতে পেয়ে ফোন করে তার বাবা শাহাজাহানকে জানান দোকানের জমিদার।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘দাইয়াপাড়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবা থানায় একটি মামলা দায়ে করেছেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm