বাল্যবিয়ে করতে এসে বর পালালেন ম্যাজিস্ট্রেটের তাড়া খেয়ে

ইচ্ছের বিরুদ্ধে সৎ মা বিয়ে ঠিক করেছিলেন কিশোরীর। সে অনুযায়ী প্রবাসী বরের সাথে বিয়ের সব আয়োজন সব ঠিকঠাক। খবর পেয়ে ম্যজিস্ট্রেট যাচ্ছিলেন ঘটনাস্থলে। ম্যাজিস্ট্রেট আসার খবরে পণ্ড হয়ে গেছে বাল্য বিয়ের আয়োজন। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়েই পালিয়ে গেলেন বর। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ায়।

জানা গেছে, বুধবার (৮ জুলাই) রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামারিয়ারবিল এলাকার হোসেন আলীর মেয়ে উম্মে হাবিবা জান্নাতকে (১৫) সৎ মা তার ইচ্ছার বিরুদ্ধে এক প্রবাসীর সাথে বিয়ে দিচ্ছেলেন। সে অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছিল। ম্যজিস্ট্রেট আসায় বিয়েটি পণ্ড হয়ে যায়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন বলেন, ‘স্কুল পড়ুয়া মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দেওয়ার খবরে আমি সেখানে যাই। এ সময় বরের উপস্থিতি পাওয়া না গেলেও কনের পরিবারকে সতর্ক করা হয়।’

তিনি আরও বলেন, ‘একই দিন হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার চলাচলের রাস্তা দখল মুক্ত করা হয়। তুতুরবিলে পাহাড় কেটে ঘর নির্মাণ কাজ বন্ধ এবং কোটবাজারে দীর্ঘদিনের পরিত্যক্ত সরকারি পুকুরটি পরিষ্কার করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm