ফেনীতে দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বালু উত্তোলনের বিরোধকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজী আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অপর দু’জন হলেন যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসছিল। এ সময় তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে মেয়র রেজাউল করিম ছাড়াও যুবলীগ নেতা সাঈদ খান দুখু ও অশোক সেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ দু’জন ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’
আরএম/ডিজে