বালুবোঝাই ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু পটিয়ায়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বালুবোঝাই ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নুরুল হাসান শাওন (২২) এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় আবদুল মোমেন (২০) নামের অপর আরোহীরও মৃত্যু হয়।

নিহত নুরুল হাসান শাওন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার ৫ নম্বর ওয়ার্ডের নুরু ছফার ছেলে এবং আবদুল মোমেন একই উপজেলার ছদহা ইউনিয়নের আফজল নগর এলাকার মো. শফিউল আলমের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালুবোঝাই ট্রাক এবং মোটরসাইকেলটি চট্টগ্রাম শহরের দিক থেকে পটিয়ার দিকে আসছিল৷ এ সময় মোটরসাইকেলটি অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন পিষ্ট হয়ে মারা যান ৷ আরেকজন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা যান৷

এ সময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও পটিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, ‘ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তি, ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পালিয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm