বারবাকিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী

কক্সবাজারের পেকুয়া বারবাকিয়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী জাকের হোসেনের ছেলে আবু বক্কর প্রকাশ মিয়ার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

এদিকে, ঘর পুড়ে যাওয়ার পর সকালে তাৎক্ষণিকভাবে সহানুভূতি জানাতে ছুটে গেছেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বারবাকিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কপিল উদ্দিন বাহাদুর। এ সময় তিনি চালসহ খাদ্য সামগ্রীর সহায়তা দেন ভুক্তভোগী পরিবারকে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কপিল উদ্দিন বলেন, বারবাকিয়া জনগণের পাশে থাকতে পারাটাই আমার সৌভাগ্য। সব সময় চেষ্টা করি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে। জাকের হোসেনের পরিবারের প্রতি সহানুভূতি জানানো ছাড়াও সামান্য সহযোগিতা করেছি মাত্র। ভবিষ্যতেও বারবাকিয়াবাসীর প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জনগণের ভালবাসায় সুন্দর বারবাকিয়া গঠন করতে চেষ্টা করবো। এলাকার বিত্তবান, রাজনৈতিক ব্যক্তিবর্গদের অসহায় পরিবারটির পাশে থাকার অনুরোধ জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!