বায়েজিদ লিংক রোডে পাহাড় কেটে রেস্টুরেন্ট, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবরশাহের বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড়ের নিচে মাটি কেটে তৈরি করা হচ্ছে রেস্টুরেন্ট। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পরিবেশ অধিদপ্তরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া একই পাহাড়ের ওপর জায়গা দখল করে বানানো হয়েছে বৌদ্ধ মন্দির ও বসতঘর। এসব বাসা বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়েছে ভূমিদস্যু চক্র। এসব বসতঘর উচ্ছেদ করা হলেও বৌদ্ধ মন্দিরে কোনো অভিযান চালানো হয়নি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রেষ্টুরেন্ট বানানোর দায়ে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আকতার। এছাড়া পাহাড়ের ওপর বসতঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ ওঠা মনিরকে পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm