বায়েজিদে প্রাইভেট কারে মিললো ৫০০ লিটার মদ, যুবক আটক

চট্টগ্রামে একটি প্রাইভেট কারের ভেতরে লুকানো ৫০০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এসব মদের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ মে) গভীররাতে বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া সৈয়দ বাড়ির আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন(২৩)। তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফজল মেম্বারের বাড়ির মৃত নূর আলমের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, একটি প্রাইভেট কারে রাঙ্গুনিয়া থেকে চোলাই মদ নিয়ে শহরের দিকে আসছে। এমন খবরে সোমবার রাতে বায়েজিদ থানা পুলিশ তল্লাশি চৌকি বসায়। ৯টার দিকে একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে অক্সিজেন নয়ারহাট এলাকার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি ধাওয়া করে। এক পর্যায়ে হাজীপাড়া সৈয়দ বাড়ির আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠে গাড়ি থামিয়ে চালক পালানোর সময় স্থানীয়দের সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গাড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকানো ৫০০ লিটার মদ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায়, অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব চোলাই মদ পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা এবং হালিশহর থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm