বায়েজিদের শহীদ নগরে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার শহীদ নগরে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরীর অক্সিজেন এলাকার শহীদ নগর গাউসিয়া জামে মসজিদের পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মিলাদ মাহফিল, আলোচনা সভা, চারদানা শিরনি বিতরণ করা হয়। 

অালোচনা সভায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন বলেন, সারাবিশ্বে সুফিবাদের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মরণে আমরা প্রতিবছর দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে থাকি।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক পূর্ব শহীদ নগর সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের জানান, মহান এই দিনের গুরুত্ব এবং  তাৎপর্য তুলে ধরে মিলাদ মাহফিল, আলোচনা সভা আয়োজনের পাশাপাশি চারদানা শিরনি তৈরি করে এলাকার ১৩ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।  

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, হজরত আবদুল কাদের জিলানি (রহ.) একজন মহান ইসলামী পণ্ডিত, সুফিসাধক এবং আধ্যাত্মিক নেতা। ১১১৬ সালে তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিশেষত সুফিবাদে তার অবদান ও আধ্যাত্মিক শিক্ষার জন্য বিখ্যাত। তাকে ‘গাউসুল আজম’ বা ‘সর্বোচ্চ সাহায্যকারী’ হিসেবেও ডাকা হয়। তার শিক্ষা অনুসারে, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা এবং মানবতার সেবা ছিল জীবনের মূল লক্ষ্য।

১১৬৬ সালের ২১ ফেব্রুয়ারি (১১ রবিউস সানি ৫৬১ হিজরী) ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন হজরত আবদুল কাদের জিলানি (রহ.)। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm