বাবুলের মামলা তদন্ত করবে পিবিআই, র‍্যাব-সিআইডি নয়

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা তদন্ত করবে পিবিআই। র‍্যাব কিংবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের জন্য করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বুধবার (১৯ জানুয়ারি) অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে এই আদেশ দেন।

বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী গত বছরের ১৪ নভেম্বর করা আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

বাবুলের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন। আবেদনে যৌক্তিক কিছু বিষয় আনা হয়েছিল। কিন্তু তা নাকচ হলো আদালতে। আমরা পরবর্তী করণীয় কী এটি নিয়ে ভাবছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।

ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বাবুলের করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী।

আদালত নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। বর্তমানে বাবুল ফেনি কারাগারে আছেন।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!