বাবা হারালেন বিজিসি ট্রাস্টের শিক্ষক নকিব

চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক মো. নকিবের বাবা মাওলানা রুহুল আমিন কাতেব ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের হাফেজপাড়ায় নিজ বাড়িতে ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

রুহুল আমিন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি মাদ্রাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নকিবের বাবার মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ফোরামের সভাপতি এসএম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এক শোক বার্তায় নকিব ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় হাফেজপাড়ায় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm