‘বাবা-মায়ের ঝগড়া’ যুবকের গলায় ফাঁস

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শাহরিয়া সাব্বির প্রকাশ রাব্বি নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ২টায় বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি কক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাব্বি অমজাখালী ৪ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার নুরুল বশরের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার নাছির উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিষয় নিয়ে সকালে রাব্বির বাবা এবং মায়ের মধ্যে ঝগড়া হয়। পরে রাব্বি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে স্থানীয় পিলটকাটা স্কুল প্রাঙ্গনে ছোট ছেলেমেয়েরা খেলা করার সময় স্কুলের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। কোন আপত্তি না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm