বাবা চট্টগ্রামে, কিশোরী মেয়েকে গণধর্ষণ বরিশালে

বাবা চট্টগ্রামে কাবাব বিক্রি করেন আর মেয়েটি থাকে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে। স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেই কিশোরীকেই ধরে নিয়ে গণধর্ষণ করা হল।

ঘটনাটি ঘটেছে বরিশালের হিজলার মেমানিয়া ইউনিয়নে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে মেমানিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটলেও অচেতন অবস্থায় বিকালের দিকে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিক্ষার্থীর স্বজনরা জানান, আতাউল্লাহ মোল্লা ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। তবে শিক্ষার্থী বিষয়টি গোপন রাখে। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। দুপুরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে জ্ঞান ফিরে আসলে শিক্ষার্থী তার মাকে জানায়, স্কুলে যাওয়ার পথে ভারুইয়া গ্রামে তার পথরোধ করে আতাউল্লাহ মোল্লা। এরপর মুখ চেপে ধরে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে সে সেখান থেকে পালিয়ে যায়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, আমরা ভিকটিমের সঙ্গে কথা বলছি। দ্রুত মামলা নেয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm