বাবার খুনি ছেলেকে চট্টগ্রামে এসে ধরলো মানিকগঞ্জের পুলিশ

পিতা হত্যামামলার একমাত্র আসামি ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা পুলিশ।

সাড়ে তিন মাস পলাতক থাকার পর বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে পিতার হন্তারক হিসেবে অভিযুক্ত মো. কাওছারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। কাউছার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দনপুর বকচর গ্রামের সেলিম হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে সেলিম হোসেন খোকনের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ছেলে কাওছারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাওছার উত্তেজিত হয়ে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে তার পিতা সেলিম হোসেন খোকনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্বামী হত্যার দায়ে ছেলে কাওছারের বিরুদ্ধে থানায় মামলা করেন মা আছমা বেগম।

এদিকে ঘটনার পর থেকেই কাওছার দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। সম্প্রতি প্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে পুলিশ নিশ্চিত হয় কাউছার চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছেন। এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুরের নেতৃত্বে একদল পুলিশ।

গ্রেপ্তার হওয়া কাওছার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিতা হত্যার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!