বাবার আসনে ছেলে/ পশ্চিম বাকলিয়ায় জয়ের মুকুট জাফরপুত্র ডিউকের
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপনির্বাচনে বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর একেএম জাফরুল ইসলামের পুত্র একেএম আরিফুল ইসলাম ডিউক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়। ১৭টি ভোট কেন্দ্রের ২২৪টি কক্ষে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপ-নির্বাচন হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৪৮ জন পুরুষ এবং ২৬ হাজার ৭৭ জন রয়েছে মহিলা ভোটার। এ ওয়ার্ডে মোট ১৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ আছে ২২৪টি।
তবে ঘোষিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন মোট ৯ হাজার ৩০৪ জন। যা মোট ভোটের শতকরা ১৮ ভাগ। তবে ইভিএমে ভোট হওয়ায় কোনও ভোট বাতিল হয়নি।
বিএনপির সমর্থন নিয়ে মিষ্টি কুমড়া নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী একেএম আরিফুল ইসলাম ডিউক পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। এরপরের অবস্থানে আছেন ঘুড়ি প্রতীক নিয়ে লড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম ; তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৫৫৩ ভোট। লাটিম প্রতীকের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফি পেয়েছেন ১ হাজার ২৫১ ভোট, ঠেলাগাড়ি প্রতীকের যুবলীগ নেতা শেখ নাঈম উদ্দিন পেয়েছেন ৫৭৯ ভোট এবং টিফিন ক্যারিয়ার প্রতীকের যুবলীগ নেতা শাহেদুল আলম শাহেদ পেয়েছেন ১৫৪ ভোট।
এ নির্বাচনের ১৭টি ভোট কেন্দ্রকেই অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এখানে একজন রিটার্নিং অফিসারের পাশাপাশি ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৪৮ জন পোলিং অফিসার সরাসরি নির্বাচনী কাজে দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন উচ্চপর্যায়ের নির্বাচন কর্মকর্তা। কোনও ধরনের গোলযোগ ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে পটিয়া থেকে আসা দুই বাসভর্তি ৪৬ জনকে পুলিশ আটক করে।
মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী ডিউক নির্বাচনের আগে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে ভোটাররা যদি সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমি বিজয়ী হব। জনগণ আমার বাবার অসম্পূর্ণ কাজ শেষ করতে আমাকে সুযোগ দেবেন। এলাকার মাদক সমস্যার নিরসন, বাকি কাঁচা রাস্তা পাকাকরণ সর্বোপরি এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই।’
গত ১৭ এপ্রিল বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল হক মারা যাওয়ায় গত ১২ জুন ওই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর নির্বাচন কমিশন আগামী ২৫ জুলাই এ ওয়ার্ডে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করে।
এডি/এসআর/সিপি