বান্দরবানে সেনাসদস্যবাহী মাইক্রোবাস খাদে, নিহত এক আহত ৯
বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে মো. ওবায়দুল নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। যশোরের বাসিন্দা এই সেনাসদস্য ৩৫ ইএমই ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। বুধবার (১৯ জুন) বিকাল পাঁচটার দিকে বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয় সেনা সদস্য।
আহতরা হলেন সার্জেন্ট কামাল, কর্পোরাল ফারুখ, সৈনিক আরিফ, হালিম, রিটু (চালক), তপন (হেলপার) ও মাসুদ (সিভিল)। আহতদের সাতজনের নাম পাওয়া গেলেও বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, দমকলবাহিনীর সদস্যসহ স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর সেনাসদস্য ওবায়দুল মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডা. প্রত্যুস পাল জানান, আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
এএইচ