বান্দরবানে সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তির অভিষেক

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছানামক এলাকায় জীনামেজু অনাথ আশ্রমে জেলার সবচেয়ে উঁচু (৩৫ ফুট ) জীনামেজুরাজামুনি বুদ্ধমূর্তির অভিষেক ও উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ধর্মীয় শোভাযাত্রা, ভিক্ষুসংঘের পিন্ডদান, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের উদ্যোগে বুদ্ধমূর্তির অভিষেক ও উৎসর্গ এবং ধর্মসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে ৩০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ৪ কক্ষ বিশিষ্ট অনাথ আশ্রমের ছাত্রাবাসের উদ্বোধন করা হয়।

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm