বান্দরবানের রাজার মাঠ এলাকার যাত্রী ছাউনি থেকে মোহাম্মদ জাকির হোসেন (৫০) নামের এক রিক্সা চলকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং সিকদার পাড়ার লেচু মিয়ার ছেলে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাজার মাঠ এলাকার যাত্রী ছাউনি থেকে লাশ জাকিরের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। রিক্সা চালিয়ে প্রতিদিন রাতে সে ওই যাত্রী ছাউনিতে ঘুমাত। ময়নাতদন্তের রিপোর্ট পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এএইচ