বান্দরবানে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

0

বান্দরবানের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শৈল সভা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসকে পরিবেশ আদালতের জেল-জরিমানার প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকাল ৫টায় প্রশাসনের আশ্বাসে এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ ।

এদিকে মঙ্গলবার রাতে থানচি উপজেলার তাজিংডং পাহাড়ের প্রাতাপাড়ায় ইটভাটা স্থাপনের দায়ে আব্দুল কুদ্দুসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৭ লাখ টাকা জরিমানা করে পরিবেশ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন। রায় ঘোষণার পরেই আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

s alam president – mobile

পরে বিষয়টি জানাজানি হলে পরিবহন মালিক শ্রমিকরা দুপুর ২টার দিকে কোনো ধরনে ঘোষণা ছাড়াই অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে দুর্ভোগে পড়ে পর্যটকসহ স্থানীয় যাত্রীরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!