১৭ বছরের মারমা কিশোরীটি বান্দরবান থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ছয় দিন পর তার খোঁজ মিলল ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলে। ধারণা করা হচ্ছে, তাকে ভারতে পাচার করার জন্য অপেক্ষা করা হচ্ছিল।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বেনাপোল বাজার এলাকা থেকে পোর্ট থানার পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়।
উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক সোলাইমান বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, মারমা সম্প্রদায়ের এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অভিভাবকরা লামা থানা অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়।
তিনি বলে, নিখোঁজ হওয়ার ছয় দিন পর বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সোলাইমান নামে এক যুবককেও আটক করা হয়েছে।
এদিকে কিশোরীকে বান্দরবানে নিয়ে আসার জন্য লামা থানা পুলিশের একটি টিম বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সিপি