বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে গেলে উখিয়ার তরুণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক তরুণ।

নিখোঁজ তরুণের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে যান মেহেরাব।

জানা গেছে, মঙ্গলবার সকালে মেহরাব, সাজ্জাদ, নাছিমসহ প্রায় ১৮ জন বন্ধুর একটি দল ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে যান।
ঝর্ণা দেখা শেষে দুপুর দেড়টার দিকে তারা ফেরার সময় হঠাৎ বৈরি আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর বেড়ে যায়। ফেরার পথে বাঁশের একটি ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং মুহূর্তেই স্রোতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে খালটিতে মেহরাব ভেসে যান সেটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি পানির স্রোতের টানে সমুদ্র পর্যন্ত ভেসে যেতে পারেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত মেহরাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm