বান্দরবানে গোলা বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

0

বান্দরবানে পরিত্যক্ত গােলার বিস্ফোরণে মােহাম্মদ হানিফ (২৫) নামে এক রােহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে।

রােববার (২৩ জুন) বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিত্যক্ত একটি গােলা থেকে তামা ও বিস্ফোরক সংগ্রহ করতে গেলে হঠাৎ গােলাটি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় হানিফ। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সেনা হাসপাতালে নিয়ে যায়।

s alam president – mobile

সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যেনু মারমা বলেন, ‌‌‌‘আহত ওই যুবক মিয়ানমারের নাগরিক রােহিঙ্গা। ফায়ারিং রেঞ্জ এলাকায় প্রবেশ করে পরিত্যক্ত গােলা থেকে তামা ও বিস্ফোরক নিতে গেলে হঠাৎ গােলাটি বিস্ফোরিত হয়ে সে গুরুতর আহত হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!