চট্টগ্রাম আদালতে মামলার বাদিকে জেরা করার সময় অসুস্থ হয়ে জোবাইরুল হক নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে একটি মাদক মামলার শুনানিকালে এই ঘটনা ঘটে।
নিহত জোবাইরুল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
আদালতের সরকারি কৌঁসুলি হাবিবুর রহমান বলেন, ‘মাদক মামলার বাদিকে জেরা করছিলেন জোবাইরুল হক। তিনি বিবাদিপক্ষের আইনজীবী ছিলেন। জেরা করার সময় এক পর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। প্রায় অচেতন অবস্থায় সেখান থেকে জোবাইরুল হককে পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘বাদ আসর আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। আদালত প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।’
আইএমই/ডিজে