বাদলের মৃত্যুতে মাহতাব উদ্দিন চৌধুরীর শোক

মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও সাংসদ মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

তিনি এক শোক বার্তায় লিখেন, চট্টগ্রামের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, দেশের সাধারণ মানুষের স্বার্থে জাতীয় সংসদ থেকে শুরু করে কোথায় ছিলোনা বাদলের দরাজ কণ্ঠের গর্জন। বাংলাদেশের রাজনীতিতে আরও একজন বিরল প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো, এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদ আর জাতীয় রাজনীতি, হয়তোবা এ সিংহের গর্জন আর শুনবে না সমগ্র জাতি, কিন্তু চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, আদর্শিক রাজনীতির এ সিংহ পুরুষকে আজীবন স্মরণ করবেন। বেঁচে থাকবেন আমাদের প্রিয় মাঈনুদ্দিন খান বাদল, আমাদের হৃদয়ের মণিকোঠায়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm