বাথটাবের পানিতে ডুবে শিশুর মৃত্যু পেকুয়ায়

0

কক্সবাজারের পেকুয়ায় বাথটাবের পানিতে ডুবে সাংবাদিক পুত্র দেলোয়ার মোহাম্মদ নবাবের (৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) সকাল নয়টার দিকে পেকুয়া ইউনিয়নের পূর্ব গোয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নবাব সাংবাদিক সাখাওয়াত হোসেন সুজনের ছেলে।

স্থানীয় সাংবাদিক মো. ফারুক বলেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশু সন্তান নবাব বাড়ির ভেতরে বাথরুমে থাকা বাথটাবের জমানো পানিতে খেলা করছিল। এ সময় সে বাথটাবের পানিতে ডুবে যায়। পরে বাড়ির সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর বাথটাব থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রোববার বিকেলে নিহত শিশু নবাবের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নবাবের মৃত্যুতে পরিবারসহ স্থানীয় লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!