বাড়ির ছাদে খেলছিল আসিম, গাছের ডাল পড়ে মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো. আসিম বিন সাইফ নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে বড়উঠান ইউনিয়নের ফজিল খাঁর হাটের আবুল হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিম (১৩) দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও বড়উঠান ৩ নম্বর ওয়ার্ডের ইউছুফ মাহমুদের নতুন বাড়ির সৌদি প্রবাসী মো. সাইফুদ্দিনের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী ছোট ভাই আইয়ান বিন সাইফ জানায়, ভাইয়া, আমি ও দুই চাচাতো ভাই একসঙ্গে ছাদে খেলছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। দেখি, ভাইয়ার গলায় ওড়নার রশি পেঁচিয়ে গেছে, আর পিঠে পড়ে আছে টিন ও গাছের ডাল। আমাদের চিৎকারে আম্মু ও অন্যরা ছুটে আসে।

নিহতের চাচা গিয়াস উদ্দিন জানান, ছেলেরা ছাদে খেলছিল। ওই সময় বাড়ির পাশের এক প্রতিবেশী গাছ কাটছিল। কাটা গাছের একটি বড় ডাল ছাদের টিনের ওপর পড়ে। সেই সঙ্গে কাপড় শুকানোর রশিও ছিঁড়ে পড়ে আসিমের গলায় পেঁচিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গাছ কাটার সময় অবহেলা কারেণ এমন মৃত্যু হয়েছে বলে দাবি করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি জানান।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm