বাড়ির উঠানে গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর…

বাড়ির উঠানে কুড়িয়ে পাওয়া একটি গ্রেনেড নিয়ে খেলা করছিল শিশুরা। এ সময় এক কিশোর ঘটনাটি দেখে জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট এসে খোলা মাঠে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।

রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দিন সেরাং বাড়িতে এই ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৪টায় গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয়রা জানান, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার তমিজউদ্দীন সেরাং বাড়ির উঠানে কিছুদিন আগে বাড়ির পাশের একটি পুকুর খনন করে উঠানে মাটি রাখা হয়। ওই মাটিতে পাওয়া একটি গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা। বিষয়টি স্থানীয় আরাফাত হোসেন সাব্বির নামে এক কিশোর দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। খবর পেয়ে বোমা ডিসপোজাল ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে।

সৈয়দপুর ইউনিয়নের ইউপি সদস্য মোশারফ হোসেন রিপন বলেন, কিছুদিন আগে বাড়ির পাশে একটি পুকুর খনন করে উঠানে মাটি দেয়। ওই মাটির মধ্যে গ্রেনেডসদৃশ বস্তুটি নিয়ে ছোট ছোট শিশুরা খেলছিল। পরে এক কিশোর দেখতে পেয়ে পুলিশকে জানায়।

সীতাকুণ্ড মডেল ওসি কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানালে তারাও ঘটনাস্থলে পৌঁছে। বিকেল সাড়ে ৪টায় খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm