বাজারে আসছে পাঁচ টাকার নতুন নোট

বাজারে আসছে পাঁচ টাকার নতুন নোট 1প্রতিদিন ডেস্ক : বাজারে আসছে পাঁচ টাকার নতুন নোট । সরকার আজ থেকে পাঁচ টাকা মূল্য মানের নতুন নোট ইস্যু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে। পাঁচ টাকার এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।
নোটটির সামনের অংশে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm