প্রতিদিন রিপোর্ট :
চট্টগ্রাম নগরীর বাজারমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্দ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি ও ক্রয় রশিদ না দেখাতে পারার অভিযোগে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন, ক্রয়রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করে ম্যাজিস্ট্রেট।
আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল পর্যন্ত নগরীর স্টিলমিল বাজার, ইপিজেড ইপিজেড বাজারে ও সব্জির আড়তে এ অভিযান চালানো হয়। অভিযানে নের্তৃত্ব দিয়ে বিভিন্ন ব্যবস্যা প্রতিষ্ঠানকে জরিমানা করেন চট্টগ্রাম জেলাপ্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফোরকান এলাহি অনুপম। এসময় বিএসটিআই এর পরিদর্শক সুমন সাহা উপস্থিত ছিলেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি বলেন, নগরীর স্টিলমিল বাজারের সব্জির আড়তে মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্যতালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি ও ক্রয় রশিদ না দেখাতে পারার অভিযোগে কুমিল্লা সবজি বাজারের সত্ত্বাধিকারী মঊনউদ্দিনকে ১০ হাজার টাকা ও মায়ের দোয়া সব্জি বিতানের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাওসারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সিটি কর্পোরেশনের জলদাখানায় গরু জবাই না করে অবৈধভাবে বাজারের মধ্যে গরু জবাই ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মাংস বিক্রেতা মোহাম্মদ আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নগরীর ইপিজেড বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন, ক্রয়রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকার কথা জানায় তিনি।
রিপোর্ট : রাজীব সেন প্রিন্স :
এ এস / জি এম এম / আর এস পি :::