বাঙালির ইতিহাসে কলঙ্কিত দিন ১৫ আগস্ট—হুইপ সামশুল হক চৌধুরী

‘আজ বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কিত দিন। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে মোস্তাক ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে হত্যা করে।’

মঙ্গলবার (১৫ আগস্ট) পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে রাহাত আলী হাই স্কুল ময়দানে শোকবহ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতায়েরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি বেগম চেমন আরা তৈয়ব।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবু জাফর চৌধুরী, অধ্যক্ষ মোজাম্মেল হক।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।

আলোচনা সভা শেষে পটিয়ার সাত কমিউনিটি সেন্টারে ২০ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm