রাঙামাটি বাঘাইছড়ির সাজেক সড়কে ট্রাক্টর (৬ চাকা ট্রলি) উল্টে রিপন চাকমা (৩৩) নামের এক চালক নিহত হয়েছে। এ সময় চালকের দুই সহযোগীও আহত হয়।
আহতরা হলেন- চক্ষন চাকমা (২২) ও লক্ষী প্রিয় চাকমা (২৫)। নিহত চালক বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকার বিরুবাহু চাকমার ছেলে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্রাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গাড়ীটি সাজেক থেকে মালামাল বোঝাই করে বাঘাইছড়ি ফেরার সময় মাঝ পথে উল্টে গিয়ে চালক ও তার দুই সহযোগী মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক রিপন চাকমা মারা যায়।
এসএইচ