বাঘাইছড়িতে মাদ্রাসাছাত্র নিখোঁজ

0

রাঙামাটির বাঘাইছড়িতে রবিউল ইসলাম সুজন (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে সে মুসলিমব্লক তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর মাদ্রাসায় যায়নি। নিখোঁজ রবিউল বাঘাইছড়ি পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাতবরপাড়ার মো. সাহালমের ছেলে।

রবিউলের মা মাহমুদা বেগম বলেন, ‘মাদ্রাসা ছুটি হলে ছেলে বাসায় না পৌঁছায় বিকাল থেকে এখনও পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করতেছি। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন আমরা থানায় জিডি করতে যাচ্ছি।’

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!