বাঘাইছড়িতে জমির ঘাস কাটায় মারধরের শিকার নারী

অন্যের জমিতে ঘাস কাটার অপরাধে এক নারীকে মারধর করা হয়েছে। পিটুনির পর গুরুতর আহত হয়ে ওই নারী এখন হাসপাতালে ভর্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মহাজন পাড়ায়।

জমিতে ঘাস কাটার অপরাধে পেয়ারা বেগম (৪০) নামের ওই নারীকে মারধর করে আবুধন চাকমা (৩৫) নামের এক ব্যক্তি। ভিকটিম নারী একই এলাকার মো. খোরশেদ আলমের স্ত্রী বলে জানা গেছে।

অভিযুক্ত আবুধন চাকমা মহাজন পাড়া গ্রামের মৃত হংসু চাকমার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে আবুধন চাকমার জমির ঘাস কাটায় তাকে এভাবে মারধর করে সে। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

উপজেলা ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান হাসপাতালে ভর্তি ওই নারীকে দেখতে যান। তারা ঘটনার উপযুক্ত বিচারের আশ্বাস দেন ভিকটিম নারীকে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm