বাঘাইছড়িতে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে সাড়ে তিন লাখ টাকার ২০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে জোন সেনাবাহিনী।

বুধবার (২৯জানুয়ারি) সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় অভিযানে এসব ভারতীয় প্যাট্রন ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, কিয়াংঘাট এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে এসব সিগারেট আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে, ২০০ কার্টুন সিগারেটের ছয়টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত সাপ্তাহে বিজিবির অভিযানে ২০৪ কার্টুন ২১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm