বাকলিয়ায় ময়লার স্তূপে হাড় ও মাথার খুলি

চট্টগ্রামের বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকায় ময়লার স্তূপ থেকে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এসব হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ভরাপুকুর পাড় এলাকার একটি মাঠে শিশুরা খেলাধুলা করার সময় মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাড়গুলো উদ্ধার করে।

এই বিষয়ে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকায় ছেলেরা খেলাধুলা করার সময় ময়লার স্তূপে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে হাড়গুলো উদ্ধার করি। হাড়গুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এএন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!