বাকলিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক মিনি বাসের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে ১৮ বছরের এক অজ্ঞাত যুবতী ব্রিজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করে। এ সময় বিপরীতমুখী থেকে একটি দ্রুতগামী মিনি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে পুলিশ এসেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার বিকেলে ব্রিজে মাথায় শহরমুখী একটি মিনি বাসের ধাক্কায় এক অজ্ঞাত যুবতী ঘটনাস্থলে মারা গেছেন।

তিনি আরও বলেন, ‘নিহত নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।’

এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!