বাকলিয়ায় দুই তরুণীকে বাসায় আটকে রেখে দেহ ব্যবসা
গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় এনে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার ঘটনায় জড়িত আবদুর রহিম (৩৫) নামের এক ব্যক্তিকে ৫১ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার দুবাই ওয়ালা কলোনি একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ভুক্তভোগী দুই তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুর রহিম চট্টগ্রামের হাটহাজারী থানার আবুল কাশেমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আবদুর রহিম গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলাভন দেখিয়ে রহিম নামের এক ব্যক্তি পাঁচ/ছয় দিন পূর্বে দুই তরুণীকে বাসায় আটকে রেখে দেহ ব্যবসা করতে বাধ্য করে। পুলিশ শুক্রবার তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আবদুর রহিম স্বীকার করে দুই তরুণীকে ইয়াবা সেবন করিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করতে বাধ্য করে সে।’
এ ঘটনায় বাকলিয়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।
এমএ/এএইচ