বাকলিয়ায় কাউন্সিলরের বাড়ি ভাঙচুর, মামলায় আসামি বিএনপির ৬৮ নেতাকর্মী

চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়ায় আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএনপির ৬৮ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) মামলাটি দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সদস্য শোয়েব চৌধুরী।

জানা গেছে, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৯ আগস্ট) বিকালে বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগরের বাদামতল এলাকায় বিএনপির সমাবেশ চলছিল। সেসময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নূরুল আলম ওরফে মিয়ার নেতৃত্বে একটি মিছিল ওই এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

একপর্যায়ে ঢিল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির ১২জন কর্মী আহত হন বলে উভয়পক্ষ থেকে দাবি করা হয়। তবে বিএনপির কোনো নেতাকর্মী বুধবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ করেনি থানায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘মারামারি ও কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের অভিযোগে বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানকে প্রধান আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’

আরএম/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!