বাকলিয়ায় অপহরণের পর স্থানান্তরের সময় গ্রেপ্তার ২, অপহৃত উদ্ধার

অপহরণ করে মুক্তিপণ পেতে অপহৃত ব্যক্তিকে স্থানান্তরের সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুই অপহরণকারী সাইফুজ্জামান প্রকাশ আবির (২০) এবং মো. সাগর (২০)। এ সময় অপহরণের শিকার চালক মো. শফিককওে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

অপহরণকারী আবির নতুন ব্রিজ এলাকার আবদুস সত্তারের ছেলে এবং সাগর ভোলা জেলার দৌলতখান এলাকার মো. ইকবালের ছেলে। এর মধ্যে আবির চট্টগ্রামে চাঞ্চল্যকর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক এহতেসামুল হক ভোলার আপন ভাতিজা বলে জানা গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, মুক্তিপণ আদায়ের জন্য অপহরণকারীরা চালক মো. শফিককে মঙ্গলবার (১৮ জুন) রাতে অপহরণ করে। এরপর তারা অপহৃত ব্যক্তিকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করছিলেন। এ সময় অপহরণকারী পুলিশের হাতে ধরা পড়ে। অপহরণকারী চালক শফিককে অপহরণের কথা স্বীকার করেছে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm