বাকলিয়ার জয় ফুডের মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, অর্থদণ্ড দেড় লাখ

অনুনোমোদিত টেক্সটাইল রং মরিচের গুঁড়ায় মিশিয়ে বাজারজাত করে আসছিল ‘জয় মসলা ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ভেজাল মরিচের গুঁড়া জব্দের পর ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বাকিলয়া মিয়াখান নগর এলাকায় এ অভিযানে পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, বাকলিয়া মিয়াখান নগর এলাকায় ‘জয় মসলা ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠান নিম্নমানের শুকনো মরিচ গুঁড়ায় অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে বিক্রি করে আসছিল। এমন প্রতারণার জন্য তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভেজাল মরিচের গুঁড়াগুলো জব্দের পর ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, প্রতিষ্ঠানটি টেক্সটাইলের রং মিলিয়ে মরিচের গুঁড়া বাজারজাত করতো। এজন্য তাদের দেড় লাখ টাকা জরিমানা কর হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm