চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি কারখানা থেকে ২৫৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, পলিথিনের ব্যবহার কমাতে আমরা চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করেছি। মঙ্গলবার বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিকে ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদান করায় ৫০ হাজার টাকা জরিমানাসহ দুটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
বিএস/ডিজে