বাকলিয়ায় রাস্তা দখল করে ব্যবসা, ৪ ব্যবসায়ীর কাঁধে উঠল জরিমানা

রাস্তা ও ফুটপাত দখল করে পসরা বসিয়েছে জিনিসপত্রের, ক্রেতাও আছে মোটামুটি। ফুটপাতের এসব জিনিস কিনতে ভিড় থাকে প্রায়ই সময়। ফলে চলাচলে ব্যাঘাত ঘটে পথচারীদের—এমন অভিযোগের পর অভিযান চালান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তা-ফুটপাত দখল করায় চার ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাকলিয়া থানা এলাকার শাহ আমানত সেতু সংযোগ সড়কের উভয় পাশে এই অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

s alam president – mobile

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘মঙ্গলবার নগরীর শাহ আমানত সেতু এলাকায় পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে চার ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বিএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm