বাকলিয়ায় যুবকের পকেটে মিললো কার্তুজ, মোবাইলে ছবি দেখে বন্দুক উদ্ধার সাতকানিয়ায়

চট্টগ্রামে এক যুবকের পকেটে তল্লাশি চালিয়ে কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার মোবাইল ফোনের গ্যালারি যাচাই করে বন্দুক ও গুলি হাতে সেলফি দেখা গেছে। বন্দুকটি সাতকানিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার ওই যুবকের বাড়ি থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

এর আগে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে ওই যুবকের পকেটে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত কার্তুজ পায় টহল পুলিশ। মোবাইলের গ্যালারি যাচাই করতে দেখা গেছে, বন্দুক হাতে সেলফি।

পুলিশ জানায়, রোববার রাত ৩নটায় নতুন ব্রিজ এলাকায় টহল দিচ্ছিল বাকলিয়া থানার টহল পুলিশ। সে সময়ে রায়হান ফেরদৌস মোরশেদ নামে এক যুবকের আচরণ সন্দেহজনক লাগে তাদের। এ সময় তারা ওই যুবকের পকেট তল্লাশি চালায়। পকেটে মেলে একটি অবিস্ফোরিত কার্তুজ। টহল পুলিশের উপস্থিতিতেই রায়হান মোবাইল লুকানোর চেষ্টা করলে, পুলিশ যাচাই করে বন্দুক হাতে একটি সেলফি দেখেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, রায়হানের বাড়িতে একটি বন্দুক লুকানো আছে বলে জবানবন্দিতে জানান তিনি। তার দেওয়া তথ্য মতে, তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং আরেকটি অবিস্ফোরিত পয়েন্ট ৩০৩ ক্যালিবারের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm