বাকলিয়ায় ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নয় তলা ভবনের ৮ তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ডি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাসিম আলী (২৪), মো. ইস্রাফিল (২০) ও মো. রিপন (১৭)। নিহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ।

s alam president – mobile

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৯ তলা ভবনটির ৮ম তলায় কাজ করার সময় কাঠের পাটাতন ভেঙে তাঁরা নিচে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন,কোনধরনের সেফটি ইক্যুইপমেন্ট ছাড়াই কাজ করছিলো শ্রমিকরা। এজন্য ভবন মালিকের বিরুদ্ধে স্বজনদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

বিএস/সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm