চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নয় তলা ভবনের ৮ তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ডি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাসিম আলী (২৪), মো. ইস্রাফিল (২০) ও মো. রিপন (১৭)। নিহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৯ তলা ভবনটির ৮ম তলায় কাজ করার সময় কাঠের পাটাতন ভেঙে তাঁরা নিচে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন,কোনধরনের সেফটি ইক্যুইপমেন্ট ছাড়াই কাজ করছিলো শ্রমিকরা। এজন্য ভবন মালিকের বিরুদ্ধে স্বজনদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
বিএস/সিপি