চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি কারখানা থেকে চার লাখ টাকা মূল্যের দুই হাজার ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ অক্টোবর) বাকলিয়া থানার রাজাখালী কাজীপাড়া এলাকার আবু তাহেরের ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা জানান, পলিথিনের ব্যবহার কমাতে আমরা চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করেছি। বুধবার বিসমিল্লাহ পলি কারখানার মালিককে ১০০ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদান করায় ৩০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরি মালিককে সর্তক করা হয়।
পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।