বাকলিয়ায় খালাসের সময় আটক সরকারি গমের ট্রাক, ছাড়িয়ে নিতে তদবির

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের সরকারি বরাদ্দকৃত ২০ টন গম বোঝাই একটি ট্রাক খালাস করার সময় আটক করেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে চাক্তাই ফায়ার সার্ভিস সংলেগ্ন এলাকায় খালাসের সময় ট্রাকটি জব্দ করা হয়। তবে এর আগে ২০ টন গম বোঝাই আরও একটি ট্রাক একই স্থানে খালাস করেছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম খাদ্য বিভাগীয় এক শ্রেণির অসাধু ঠিকাদার চাল বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। এর আগে সীতাকুণ্ড, বাকলিয়ায়, হালিশহরসহ পাবর্ত্য অঞ্চলের সরবরাহকৃত চাল বিক্রির সময় বিভিন্ন ব্যক্তিকে আটক করার ঘটনাও ঘটেছে। এসব পরিবহনকৃত ট্রাক বোঝাইয়ের চালান জালিয়াতি ও নানা কৌশল অবলম্বনসহ তদবির করে ছাড়িয়ে নেয় আটককৃত চালের চালান। বোরবার সকালেও আটক গমের ট্রাক ছাড়িয়ে নিতে নানান তদবির চালায় অসাধু ব্যবসায়ীরা।

জানা গেছে, সম্প্রতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের জন্য ৪০ টন গম বরাদ্দ দিয়েছে খাগড়াছড়ি তবলছড়ি এলএসডি। এসব গমগুলো ছাড়িয়ে নেন খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা। সম্প্রতি নিয়ম মোতাবেক ৪০ টনের গমগুলো ছাড়িয়ে নিয়ে যথাযথ স্থানে না গিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় চাক্তাই এলাকায় ঠিকাদারের কাছে বিক্রি করতে খালাস করার সময় ধরা পড়ে পুলিশের হাতে। এই সময় ২০ টনের একটি গমের ট্রাক আটক করা হয়।

অবৈধভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গম কেন বাকলিয়ায় এসেই খালাস হচ্ছে—এমন প্রশ্নের জবাবে বাকলিয়া থানার এসআই মো. জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এসব গম যাদের, তাদের কাগজ নিয়ে আসতে বলেছি। যাচাই-বাচাই করে দেখে ব্যবস্থা গ্রহণ করব।’

এমএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!